ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজিবির অভিযানে চোলাই মদসহ দুই পাচারকারী আটক কুমিল্লার গোমতীর চরে সারি সারি ফুলকপির গাছ কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মনেপ্রাণে ধারণকারীদের ঐক‍্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের তাগিদ এবি পার্টির চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত) পরিবারের মাঝে চেক হস্তান্তর পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের এশিয়ান যুব গেমসের কাবাডিতে বাংলাদেশের আরেকটি ব্রোঞ্জ শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা হবে ১৩ নভেম্বর

জুলাই সনদের আইনিভিত্তি সহ পাঁচ দফা দাবিতে নেজামে ইসলাম পার্টির কর্মসূচি ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনিভিত্তি সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করেন, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
সংবাদ সম্মেলনে ঘোষিত পাঁচ দফা দাবি হলো- জুলাই সনদের আইনিভিত্তি প্রদান, আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, জুলাই ও শাপলাসহ সকল গণহত্যায় দায়ী এবং দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নেয়া।

এ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে সুস্পষ্টভাবে বলতে চাই- এসকল দাবি কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়; বরং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার, ন্যায়পরায়ণতা ও জাতীয় নিরাপত্তার স্বার্থেই এ দাবিগুলো পেশ করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ইসলাম ও উম্মাহর কল্যাণে, দেশ ও জাতির নানা সঙ্কট উত্তরণে প্রাচীনতম এ ইসলামী রাজনৈতিক দল সবসময়ই গঠনমূলক কর্মসূচি বাস্তবায়ন ও সংগ্রামী ভূমিকা পালন করে এসেছে। এরই ধারাবাহিকতায় আজ রাষ্ট্র ও জনগণের কল্যাণে জাতীয় পরিস্থিতির গুরুত্বপূর্ণ এ সন্ধিক্ষণে পাঁচ দফা দাবি পেশ করছি। এসব দাবির যথার্থ বাস্তবায়ন হবে দেশের আলোকিত ভবিষ্যতের জন্য কল্যাণকর, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আশাকরি, সরকার দেশ ও জাতির স্বার্থে এ দাবিগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আরও নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, সহকারী অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, নির্বাহী সদস্য মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, মুফতি এহতেশামুল হক সাখী ও ইসলামী ছাত্রসমাজের সভাপতি বিএম আমীর জিহাদী প্রমুখ। পার্টির মিডিয়া সমন্বয়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযানে চোলাই মদসহ দুই পাচারকারী আটক

জুলাই সনদের আইনিভিত্তি সহ পাঁচ দফা দাবিতে নেজামে ইসলাম পার্টির কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনিভিত্তি সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করেন, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
সংবাদ সম্মেলনে ঘোষিত পাঁচ দফা দাবি হলো- জুলাই সনদের আইনিভিত্তি প্রদান, আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, জুলাই ও শাপলাসহ সকল গণহত্যায় দায়ী এবং দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নেয়া।

এ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে সুস্পষ্টভাবে বলতে চাই- এসকল দাবি কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়; বরং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার, ন্যায়পরায়ণতা ও জাতীয় নিরাপত্তার স্বার্থেই এ দাবিগুলো পেশ করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ইসলাম ও উম্মাহর কল্যাণে, দেশ ও জাতির নানা সঙ্কট উত্তরণে প্রাচীনতম এ ইসলামী রাজনৈতিক দল সবসময়ই গঠনমূলক কর্মসূচি বাস্তবায়ন ও সংগ্রামী ভূমিকা পালন করে এসেছে। এরই ধারাবাহিকতায় আজ রাষ্ট্র ও জনগণের কল্যাণে জাতীয় পরিস্থিতির গুরুত্বপূর্ণ এ সন্ধিক্ষণে পাঁচ দফা দাবি পেশ করছি। এসব দাবির যথার্থ বাস্তবায়ন হবে দেশের আলোকিত ভবিষ্যতের জন্য কল্যাণকর, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আশাকরি, সরকার দেশ ও জাতির স্বার্থে এ দাবিগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আরও নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, সহকারী অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, নির্বাহী সদস্য মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, মুফতি এহতেশামুল হক সাখী ও ইসলামী ছাত্রসমাজের সভাপতি বিএম আমীর জিহাদী প্রমুখ। পার্টির মিডিয়া সমন্বয়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ।