ফরহাদ রহমান: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’র তৎপরতায় দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশি অভিযানে হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি ইজি বাইক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।
তল্লাশির একপর্যায়ে মাদক শনাক্তকরণে প্রশিক্ষিত ডগ ‘মেঘলা’ বাইকের যাত্রী ও গাড়ির সীটের নিচে লুকানো মাদকদ্রব্যের ইঙ্গিত দেয়। পরে বিস্তারিত তল্লাশি চালিয়ে পানির বোতলে ভরা ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানে মোঃ আবুল হাশেম (৩৬) ও মোঃ কালা মিয়া (৩২) নামে দুইজনকে আটক করা হয়। তারা দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
আশিকুর রহমান পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।