আন্তর্জাতিক ডেস্ক: ‘বাংলাদেশ-ভারত সীমান্তে কোনও বেড়া থাকবে না’, বলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি দলীয় সংসদ সদস্য জগন্নাথ সরকার যে মন্তব্য করেছিলেন তার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের এই সাধারণ সম্পাদক বিজেপি সাংসদের মন্তব্যকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের সংসদ সদস্য জগন্নাথ সরকার সম্প্রতি এক সভায় বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ভারত–বাংলাদেশ সীমান্তে আর কাঁটাতারের বেড়া থাকবে না।
বিজেপি নেতার এমন মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, জগন্নাথ সরকারের এই বক্তব্য বিজেপির ভণ্ডামিকে নতুন গভীরতায় নামিয়ে এনেছে।
তৃণমূল কংগ্রেসের এই সাধারণ সম্পাদক বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশ এক হয়ে যাবে বলে জগন্নাথ সরকারের দেওয়া এই প্রকাশ্য ঘোষণা, তাদেরই সেই অভিযোগের পরিপন্থী, যেখানে তারা রাজ্যের সরকারকে সীমান্ত সুরক্ষায় সহযোগিতা না করার দায় দেয়।
অভিষেক লিখেছেন, ‘‘অন্যদিকে একই বিজেপি সরকার—যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও অন্তর্ভুক্ত—অভিযোগ করে যে, পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত ‘রক্ষার’ জন্য জমি দেয় না, অথচ তাদের নিজেদের সাংসদই তো সেই সীমান্ত মুছে দিতে চাইছেন!’’
তিনি বলেন, ‘‘যদি সত্যিই বিজেপি জাতীয় ঐক্যে বিশ্বাস করে, তাহলে অবিলম্বে জগন্নাথ সরকারকে দল থেকে বরখাস্ত করা উচিত। তাদের নীরবতা প্রমাণ করবে, দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই এই কথা বলা হয়েছে। এটা দেশপ্রেম নয়; প্রতারণা।
তৃণমূলের এই নেতা বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষকে ‘এসআইআরের’ এক ভাঁওতাবাজির আড়ালে বিভ্রান্ত ও অপমান করা বিজেপির নতুন রাজনীতি; যা ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার এক বিপজ্জনক সংমিশ্রণ! তাদের নিজেদের কথাই প্রমাণ করছে কে আসলে বাংলাকে ধোঁকা দিচ্ছে।’’
চলতি সপ্তাহে জগন্নাথ সরকারের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বলেন, আমরা এই পবিত্র অঙ্গীকার করছি যে, এবার বিজেপি জিতলে ভারত-বাংলাদেশের মধ্যে যে কাঁটাতারের বেড়া রয়েছে, তা আর থাকবে না। দুই দেশ আবার এক হয়ে যাবে।
প্রতিনিধির নাম 


























