নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মো. নাদিম (২২)। সোমবার (৩ নভেম্বর২০২৫) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সংলগ্ন সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে নাদিমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিম স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় হেরোইন সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।তিনি আরও বলেন, আটক নাদিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত কাগজ প্রতিবেদক 


























