নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে এসে দুর্বৃত্তদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে চাষাঢ়া থেকে দুজন যাত্রী সাইনবোর্ড যাওয়ার উদ্দেশ্যে ১২০ টাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছালে তারা চালককে জানান, ‘আমাদের এক বন্ধু সামনে অপেক্ষা করছে—তাকে তুলে নিতে হবে।’ চালক গাড়ি থামাতেই হঠাৎ ওই দুই যাত্রী পেছনের সিট থেকে বের হয়ে দ্রুত সিএনজিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।অটোরিকশা চালক তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই যুবক এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।তিনি আরও বলেন, সিএনজির আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। চালকের দেওয়া বর্ণনার ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে দুর্বৃত্তদের তাণ্ডব, চলন্ত সিএনজিতে আগুন
-
আলোকিত কাগজ প্রতিবেদক - আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- ৫০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



























