নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দাবি উঠেছে—জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নাকি নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার পেয়েছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূঁইয়া সিটি মাঠে মান্নানের সমর্থনে আয়োজিত এক সমাবেশে মনিরুল ইসলাম রবি এমন মন্তব্য করেন বলে জানা যায়। তবে এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।সমাবেশটি অনুষ্ঠিত হয় নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে, যেখানে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।দলীয় প্রার্থীর নির্বাচনী সমাবেশেই জেলা আহ্বায়ককে নিয়ে এমন মন্তব্য করায় সমালোচনার ঝড় বইছে। বিএনপির বিভিন্ন স্তরের নেতারা রবির বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।অন্যদিকে, অধ্যাপক মামুন মাহমুদ বর্তমানে পবিত্র উমরা পালনে সৌদি আরবে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, ৩০ লাখ টাকার গাড়ি উপহারের অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে আজহারুল ইসলাম মান্নান বলেন, “মনিরুল ইসলাম রবির বক্তব্য আমি শুনি নাই।
সংবাদ শিরোনাম ::
মনিরুল ইসলাম রবির বক্তব্য সম্পর্কে আমি কিছু জানিনা ,আজহারুল ইসলাম মান্নান
-
সিকু চাকমা - আপডেট সময় : ০৮:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ১১৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



























