নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।গত শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ৪০ মিনিটে থানার ওসি মোঃ খন্দকার নাসির উদ্দিন-এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।পুলিশ জানায়, আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেরিঘাট সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থানরত সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় দেয়—মোঃ শান্ত (২০), পিতা—মৃত মোহাম্মদ হোসেন, গ্রাম—কাশিনগর, থানা—বিজয় নগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানকালে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ খন্দকার নাসির উদ্দিন বলেন,মাদক নির্মূলে আড়াইহাজার থানা পুলিশ শূন্য সহনশীলতার নীতি নিয়ে কাজ করছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
মোঃ আলমগীর হোসেন নারায়ণগঞ্জ - আপডেট সময় : ১২:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- ৫১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



























