ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১ রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হলে পরিপূর্ণ দ্বীন মানা সম্ভবত নয়, মাও: বোরহান উদ্দিন নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি বরুড়ায় হানাদারমুক্ত দিবস পালিত ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: পরিবেশ উপদেষ্টা আইএসইউর মানবিক উদ্যোগ: বরুড়ায় শীতবস্ত্র বিতরণ  নারায়নগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের শীতবস্ত্র বিতরণ

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শন টেইট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচটিকে গুরুত্ব সহকারে দেখছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ শন টেইট। তার মতে, প্রতিপক্ষ যেই হোক, ভালো খেলা আর জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে দলকে।

সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা ও পেসারদের নিয়ে বিস্তারিত কথা বলেন বোলিং কোচ।

শেষ ম্যাচ নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে শন টেইট বলেন, বিষয়টি খুব জটিল করে দেখতে চাই না। আমরা ভালো খেলে ম্যাচটি জিততে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে জয় সব সময়ই আত্মবিশ্বাস বাড়ায়। গত ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কালও (মঙ্গলবার) আমরা জিততে চাই।’

আয়ারল্যান্ডের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, আয়ারল্যান্ড বেশ ভালো ও গোছানো দল। টি-টোয়েন্টিতে তারা কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপের ঠিক আগে আমরা এমন চ্যালেঞ্জই চেয়েছিলাম, যা আমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

বাংলাদেশের বর্তমান পেস অ্যাটাক নিয়ে বেশ সন্তুষ্ট এই অস্ট্রেলিয়ান কোচ। দেশে এখন মানসম্পন্ন পেসারের সংখ্যা বাড়ায় দলে সুযোগ পাওয়ার প্রতিযোগিতা বেড়েছে, যা দলের জন্য ইতিবাচক।

টেইট বলেন, ‘সম্ভবত বাংলাদেশের ক্রিকেটে এবারই প্রথম এতজন হাই কোয়ালিটি পেসার থেকে আমাদের সেরাটা বেছে নিতে হচ্ছে। সংখ্যা বেশি হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, আর প্রত্যেক বোলার জানে প্রতিযোগিতা কতটা তীব্র।’

তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে তিনি বলেন, ‘তাসকিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন ভালো লিডার। তার সাথে আমার নিয়মিত কথা হয়। অন্যদিকে মুস্তাফিজ অভিজ্ঞতায় ভরপুর এবং বিশ্বমানের। সে নিজের শক্তির জায়গাটা ভালো চেনে, তাই সব জায়গাতেই তার কদর রয়েছে।’

গত ম্যাচে সাইফউদ্দিন ও শরিফুল কিছুটা খরুচে বল করলেও একে টি-টোয়েন্টির স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন কোচ। তিনি বলেন, ‘আমি নির্বাচক নই, তবে টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। কখনো রান খরচ হবে, আবার কখনো ভালো বল হবে। ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে।’

বিশ্বকাপের আগে বিপিএল আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন টেইট। ইনজুরি নিয়ে দুশ্চিন্তা না করে তিনি বলেন, ‘ইনজুরি আমার নিয়ন্ত্রণে নেই, তাই এটা নিয়ে ভাবছি না। বিপিএলের মাধ্যমে ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে থাকবে, যা বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শন টেইট

আপডেট সময় : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচটিকে গুরুত্ব সহকারে দেখছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ শন টেইট। তার মতে, প্রতিপক্ষ যেই হোক, ভালো খেলা আর জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে দলকে।

সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা ও পেসারদের নিয়ে বিস্তারিত কথা বলেন বোলিং কোচ।

শেষ ম্যাচ নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে শন টেইট বলেন, বিষয়টি খুব জটিল করে দেখতে চাই না। আমরা ভালো খেলে ম্যাচটি জিততে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে জয় সব সময়ই আত্মবিশ্বাস বাড়ায়। গত ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কালও (মঙ্গলবার) আমরা জিততে চাই।’

আয়ারল্যান্ডের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, আয়ারল্যান্ড বেশ ভালো ও গোছানো দল। টি-টোয়েন্টিতে তারা কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপের ঠিক আগে আমরা এমন চ্যালেঞ্জই চেয়েছিলাম, যা আমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

বাংলাদেশের বর্তমান পেস অ্যাটাক নিয়ে বেশ সন্তুষ্ট এই অস্ট্রেলিয়ান কোচ। দেশে এখন মানসম্পন্ন পেসারের সংখ্যা বাড়ায় দলে সুযোগ পাওয়ার প্রতিযোগিতা বেড়েছে, যা দলের জন্য ইতিবাচক।

টেইট বলেন, ‘সম্ভবত বাংলাদেশের ক্রিকেটে এবারই প্রথম এতজন হাই কোয়ালিটি পেসার থেকে আমাদের সেরাটা বেছে নিতে হচ্ছে। সংখ্যা বেশি হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, আর প্রত্যেক বোলার জানে প্রতিযোগিতা কতটা তীব্র।’

তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে তিনি বলেন, ‘তাসকিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন ভালো লিডার। তার সাথে আমার নিয়মিত কথা হয়। অন্যদিকে মুস্তাফিজ অভিজ্ঞতায় ভরপুর এবং বিশ্বমানের। সে নিজের শক্তির জায়গাটা ভালো চেনে, তাই সব জায়গাতেই তার কদর রয়েছে।’

গত ম্যাচে সাইফউদ্দিন ও শরিফুল কিছুটা খরুচে বল করলেও একে টি-টোয়েন্টির স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন কোচ। তিনি বলেন, ‘আমি নির্বাচক নই, তবে টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। কখনো রান খরচ হবে, আবার কখনো ভালো বল হবে। ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে।’

বিশ্বকাপের আগে বিপিএল আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন টেইট। ইনজুরি নিয়ে দুশ্চিন্তা না করে তিনি বলেন, ‘ইনজুরি আমার নিয়ন্ত্রণে নেই, তাই এটা নিয়ে ভাবছি না। বিপিএলের মাধ্যমে ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে থাকবে, যা বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো।’