ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় হানাদারমুক্ত দিবস পালিত ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: পরিবেশ উপদেষ্টা আইএসইউর মানবিক উদ্যোগ: বরুড়ায় শীতবস্ত্র বিতরণ  নারায়নগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের শীতবস্ত্র বিতরণ বাকখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন গোবিন্দগঞ্জ থানার নবাগত ওসি মোজাম্মেল হক কে বরণ ও বুলবুল ইসলামেরকে বিদায় সম্বর্ধনা প্রদান করেন জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ

কর্মবিরতিতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা; স্থগিত বার্ষিক পরীক্ষা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা চার দফা দাবিতে ১লা ডিসেম্বর (সোমবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর প্রভাব পড়েছে সারাদেশের মতো খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়েও। কর্মবিরতির কারণে স্থগিত হয়েছে বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা।

এক শিক্ষক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করা হয়। তার ধারাবাহিকতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতিতে যোগ দিয়ে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিশ দিয়েছেন।
জেলার কোনো সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানেই বর্তমানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পরিচালিত এ কর্মসূচির নেতারা জানান, শিক্ষা মন্ত্রণালয় যদি চার দফা দাবির বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখাসহ প্রতিশ্রুতি দেয়, তাহলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন। দাবি মেনে নেওয়া হলে সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবারেও পরীক্ষা নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তারা। তবে দাবি না মানা হলে কর্মবিরতি চলমান রাখার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা।

এদিকে হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বছরের শেষ সময়ের এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার মাঝপথে কর্মবিরতি ডাকা যুক্তিসঙ্গত হয়নি। অনেকের মত, পরীক্ষা শেষে আন্দোলন করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতো না।

এ বিষয়ে জানতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান নুরীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে বিদ্যালয়ের প্রশাসনিক অবস্থান সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় হানাদারমুক্ত দিবস পালিত

কর্মবিরতিতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা; স্থগিত বার্ষিক পরীক্ষা

আপডেট সময় : ১২:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা চার দফা দাবিতে ১লা ডিসেম্বর (সোমবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর প্রভাব পড়েছে সারাদেশের মতো খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়েও। কর্মবিরতির কারণে স্থগিত হয়েছে বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা।

এক শিক্ষক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করা হয়। তার ধারাবাহিকতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতিতে যোগ দিয়ে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিশ দিয়েছেন।
জেলার কোনো সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানেই বর্তমানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পরিচালিত এ কর্মসূচির নেতারা জানান, শিক্ষা মন্ত্রণালয় যদি চার দফা দাবির বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখাসহ প্রতিশ্রুতি দেয়, তাহলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন। দাবি মেনে নেওয়া হলে সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবারেও পরীক্ষা নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তারা। তবে দাবি না মানা হলে কর্মবিরতি চলমান রাখার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা।

এদিকে হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বছরের শেষ সময়ের এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার মাঝপথে কর্মবিরতি ডাকা যুক্তিসঙ্গত হয়নি। অনেকের মত, পরীক্ষা শেষে আন্দোলন করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতো না।

এ বিষয়ে জানতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান নুরীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে বিদ্যালয়ের প্রশাসনিক অবস্থান সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।