নারায়ণগঞ্জের নদী তীরবর্তী অঞ্চলে হানা দিয়েছে শীত। ফলে শহরের ফুটপাতসহ খোলা আকাশের নিচে রাত যাপন করা আসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছে বিপাকে। তাদের অনেকের নেই শীতবস্ত্র। শীতে জবুথবু সেই সব মানুষের গায়ে পরম মমতায় হঠাৎই জড়িয়ে দিলেন কম্বল।সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর ঘাট ও চাষাড়া রেলস্টেশনে পরিদর্শনে যান জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এসময় তিনি ছিন্নমূল ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ছিন্নমূল ও ভাসমান অসহায় মানুষ।এসব মানুষের কষ্টের কথা চিন্তা করে কম্বল নিয়ে নিজেই শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে সরকারি কম্বল পৌঁছে দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।অসহায় আব্দুল মজিদ বলেন, সারাজীবন শুনেই গেছি শীতকালে সরকার কম্বল দেয়। কিন্তু চোখে দেখি নাই। আজ আল্লাহ আমাগো দুয়ারের দারে কম্বল পৌঁছাইয়া দেছে।জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না পড়ে তাই সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শীতের তীব্রতায় যেন কোন অসহায় মানুষ কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।শুধু সদর উপজেলাই নয়, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাতেই শীতবস্ত্র বিতরণ করা হবে-যাতে শীতের রাতে কেউই আর অবহেলিত বা অনাদৃত না থাকে।
মনিরুল ইসলাম মনির 


























