সাইফুল ইসলাম,খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়–হেয়াকো–বারৈয়ারহাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু হানিফ (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার চিকনছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গৌরাঙ্গ পাড়া গ্রামের মো. নুর নবীর ছেলে। তিনি আমবালা এনজিওর মিরসরাই শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
রামগড় থানা পুলিশ ও নিহতের দ্বিতীয় স্ত্রী জানান, মিরসরাই থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথেই চিকনছড়া এলাকায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে হানিফের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিনিধির নাম 



















