ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় হানাদারমুক্ত দিবস পালিত ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: পরিবেশ উপদেষ্টা আইএসইউর মানবিক উদ্যোগ: বরুড়ায় শীতবস্ত্র বিতরণ  নারায়নগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের শীতবস্ত্র বিতরণ বাকখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন গোবিন্দগঞ্জ থানার নবাগত ওসি মোজাম্মেল হক কে বরণ ও বুলবুল ইসলামেরকে বিদায় সম্বর্ধনা প্রদান করেন জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন পরিস্থিতি অনেক ভালো। পুলিশ নিজেদের গুছিয়ে নিয়ে সংহত হতে পেরেছে। কেউ পরাজিত হলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে।’

শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘দুটো খাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার—একটি শিক্ষা, আরেকটি স্বাস্থ্য। উন্নত দেশগুলো এই দুটি ক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগ করে। আমরাও সেই চেষ্টায় আছি।’

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, চিকিৎসক ও নার্স সংকট নিরসনে স্বল্প সময়ের মধ্যেই তিন হাজার চিকিৎসক ও সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেটও বাড়ানো হয়েছে, যার প্রভাব আগামী বছর প্রতিফলিত হবে।

প্রবাসী কর্মসংস্থানে কর্মীদের দক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বিদেশে গেলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে। না হলে বেতন কম। আমাদের অনেকেই দক্ষতা ছাড়া বিদেশে যান, তাই কম বেতন পান। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে—দক্ষ নার্স হিসেবে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। সংশ্লিষ্ট দপ্তরগুলোর এ বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় হানাদারমুক্ত দিবস পালিত

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন পরিস্থিতি অনেক ভালো। পুলিশ নিজেদের গুছিয়ে নিয়ে সংহত হতে পেরেছে। কেউ পরাজিত হলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে।’

শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘দুটো খাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার—একটি শিক্ষা, আরেকটি স্বাস্থ্য। উন্নত দেশগুলো এই দুটি ক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগ করে। আমরাও সেই চেষ্টায় আছি।’

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, চিকিৎসক ও নার্স সংকট নিরসনে স্বল্প সময়ের মধ্যেই তিন হাজার চিকিৎসক ও সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেটও বাড়ানো হয়েছে, যার প্রভাব আগামী বছর প্রতিফলিত হবে।

প্রবাসী কর্মসংস্থানে কর্মীদের দক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বিদেশে গেলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে। না হলে বেতন কম। আমাদের অনেকেই দক্ষতা ছাড়া বিদেশে যান, তাই কম বেতন পান। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে—দক্ষ নার্স হিসেবে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। সংশ্লিষ্ট দপ্তরগুলোর এ বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার।’