সাইফুল ইসলাম, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার মোস্তফা হোসেন, মুক্তিযোদ্ধা বাহার উল্ল্যাহ মজুমদার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রমত বিহারি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রহমত উল্ল্যাহসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
প্রতিনিধির নাম 




















