ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে শিক্ষার্থীকে কোর্ট হাজতে প্রেরণের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশী অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)এর ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে : অর্থ উপদেষ্টা হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স যশোরে অশ্রুসিক্ত শ্রদ্ধায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস পুলিশ সুপার যশোর ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা : সন্ত্রাসমুক্ত ও বাসযোগ্য শহরের অঙ্গীকার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে শাওন-আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযোগ

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে : অর্থ উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন (ইসি) খুব ভালোভাবে করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটা নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ আছে কি? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মনে হয় প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন খুব ভালোভাবে করেছে। আপনারা দেখবেন ওরা সময়মতো ভোটার লিস্টটা সংশোধন করেছে। এখন তারা শিডিউল ঘোষণা করেছে। এখন দরকার সেটা ইমপ্লিমেন্ট করার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বলছে আমরা নির্বাচন করবো, কেউ তো বলেনি, শিডিউলের ব্যাপারে সবাই এক বাক্যে বলেছে যে, শিডিউল ঠিক আছে। এটাই তো একটা প্রমাণ যে ওরা বলে না যে, এত তারিখে কেন করলেন।

নির্বাচন কমিশনের জন্য বাজেটে একটা বরাদ্দ ছিল এবার নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে সে খরচটা বাড়বে এবং আপনি বলেছিলেন তফসিলের পরে একটা চাহিদাপত্র দেবে তারা, সেটা কি তারা দিয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো চাহিদাপত্র আসেনি।

তিনি বলেন, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনকে বেঁধে ধরে বলব না এত পাঠান। কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য বিষয় আছে ওদের সাপোর্টিং, অনেক লোকজন কাজ করবে নির্বাচনের দিন। এছাড়া গণভোটের দিন বহু লোক থাকবে তাদের জন্য খরচ ওটা ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজারভেশন নেই। যখন দেবে তখন আমরা যাচাই করবো।

গণভোটের জন্য বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে, ২০ শতাংশ খরচ বাড়তে পারে, এরকম কি কোনো ফিগার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রপোজাল আসেনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে বলে আপনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে। তা আরো স্ট্রিক্ট হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে শিক্ষার্থীকে কোর্ট হাজতে প্রেরণের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে : অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন (ইসি) খুব ভালোভাবে করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটা নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ আছে কি? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মনে হয় প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন খুব ভালোভাবে করেছে। আপনারা দেখবেন ওরা সময়মতো ভোটার লিস্টটা সংশোধন করেছে। এখন তারা শিডিউল ঘোষণা করেছে। এখন দরকার সেটা ইমপ্লিমেন্ট করার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বলছে আমরা নির্বাচন করবো, কেউ তো বলেনি, শিডিউলের ব্যাপারে সবাই এক বাক্যে বলেছে যে, শিডিউল ঠিক আছে। এটাই তো একটা প্রমাণ যে ওরা বলে না যে, এত তারিখে কেন করলেন।

নির্বাচন কমিশনের জন্য বাজেটে একটা বরাদ্দ ছিল এবার নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে সে খরচটা বাড়বে এবং আপনি বলেছিলেন তফসিলের পরে একটা চাহিদাপত্র দেবে তারা, সেটা কি তারা দিয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো চাহিদাপত্র আসেনি।

তিনি বলেন, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনকে বেঁধে ধরে বলব না এত পাঠান। কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য বিষয় আছে ওদের সাপোর্টিং, অনেক লোকজন কাজ করবে নির্বাচনের দিন। এছাড়া গণভোটের দিন বহু লোক থাকবে তাদের জন্য খরচ ওটা ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজারভেশন নেই। যখন দেবে তখন আমরা যাচাই করবো।

গণভোটের জন্য বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে, ২০ শতাংশ খরচ বাড়তে পারে, এরকম কি কোনো ফিগার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রপোজাল আসেনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে বলে আপনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে। তা আরো স্ট্রিক্ট হবে।