আলোকিত কাগজ প্রতিবেদক: আজ ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।যাঁদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা, সেই সব শহীদের স্মরণে আজ জাতি শ্রদ্ধায় নতশির।মহান বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিনটি নতুন প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে। স্বাধীনতার সুফল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানানো হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা মোঃ স্বপন হাওলাদার বলেন,মহান মুক্তিযুদ্ধে যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে চির অমূল্য। মহান বিজয় দিবস আমাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়। বীর শহীদদের আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সংবাদ শিরোনাম ::
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:৪৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- ১৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















