ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা আজ মহান বিজয় দিবস দেবিদ্বারে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে শিক্ষার্থীকে কোর্ট হাজতে প্রেরণের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশী অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)এর ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে : অর্থ উপদেষ্টা হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স যশোরে অশ্রুসিক্ত শ্রদ্ধায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস পুলিশ সুপার যশোর ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা : সন্ত্রাসমুক্ত ও বাসযোগ্য শহরের অঙ্গীকার

দেবিদ্বারে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে শিক্ষার্থীকে কোর্ট হাজতে প্রেরণের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

শাহ সাহিদ উদ্দিন,বিশেষ প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বারে নাজমুল হাসান নামে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয়ে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণের অভিযোগ উঠেছে দেবিদ্বার থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিরা।

আটক নাজমুল হাসান দেবিদ্বার পৌর এলাকার ইকরা নগরীর বাসিন্দা প্রবাসী জালাল মিয়ার পুত্র। তিনি কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনে দেবিদ্বার পৌর সদরে শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন নাজমুল হাসান। তবে গত ১৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে তার পিতার মুদিখানার দোকান থেকে দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী তাকে আটক করেন। পরদিন ১৪ ডিসেম্বর (রোববার) একটি নাশকতার মামলায় তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা বলেন, নাজমুল একজন নির্দোষ শিক্ষার্থী। রাজনৈতিক পরিচয় জুড়ে দিয়ে তার জীবন ধ্বংস করা হচ্ছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা ও উপজেলার অনেক পদধারী নেতা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান বলেন, “নাজমুল আমাদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে। অথচ কোনো প্রমাণ ছাড়াই তাকে স্বেচ্ছাসেবকলীগ নেতা বানিয়ে গ্রেপ্তার করা হয়েছে।”

অন্যদিকে দেবিদ্বার থানার নবাগত ওসি দাবি করেন, নাজমুল হাসান স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পুলিশের কাছে রয়েছে। তবে এ বিষয়ে প্রমাণ জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

থানার এসআই অজয় চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য যাচাই-বাছাই করে নাজমুল হাসানকে আটক করা হয়েছে। তবে স্বেচ্ছাসেবক লীগের কোনো কমিটির কাগজপত্র তাদের কাছে নেই বলেও তিনি স্বীকার করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি সারোয়ার হোসেন বলেন, “নাজমুল হাসান নামে এক যুবককে নাশকতার মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। তবে তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা—এমন কোনো সাংগঠনিক প্রমাণ আমাদের কাছে নেই।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

দেবিদ্বারে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে শিক্ষার্থীকে কোর্ট হাজতে প্রেরণের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ

আপডেট সময় : ০১:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

শাহ সাহিদ উদ্দিন,বিশেষ প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বারে নাজমুল হাসান নামে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয়ে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণের অভিযোগ উঠেছে দেবিদ্বার থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিরা।

আটক নাজমুল হাসান দেবিদ্বার পৌর এলাকার ইকরা নগরীর বাসিন্দা প্রবাসী জালাল মিয়ার পুত্র। তিনি কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনে দেবিদ্বার পৌর সদরে শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন নাজমুল হাসান। তবে গত ১৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে তার পিতার মুদিখানার দোকান থেকে দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী তাকে আটক করেন। পরদিন ১৪ ডিসেম্বর (রোববার) একটি নাশকতার মামলায় তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা বলেন, নাজমুল একজন নির্দোষ শিক্ষার্থী। রাজনৈতিক পরিচয় জুড়ে দিয়ে তার জীবন ধ্বংস করা হচ্ছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা ও উপজেলার অনেক পদধারী নেতা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান বলেন, “নাজমুল আমাদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে। অথচ কোনো প্রমাণ ছাড়াই তাকে স্বেচ্ছাসেবকলীগ নেতা বানিয়ে গ্রেপ্তার করা হয়েছে।”

অন্যদিকে দেবিদ্বার থানার নবাগত ওসি দাবি করেন, নাজমুল হাসান স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পুলিশের কাছে রয়েছে। তবে এ বিষয়ে প্রমাণ জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

থানার এসআই অজয় চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য যাচাই-বাছাই করে নাজমুল হাসানকে আটক করা হয়েছে। তবে স্বেচ্ছাসেবক লীগের কোনো কমিটির কাগজপত্র তাদের কাছে নেই বলেও তিনি স্বীকার করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি সারোয়ার হোসেন বলেন, “নাজমুল হাসান নামে এক যুবককে নাশকতার মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। তবে তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা—এমন কোনো সাংগঠনিক প্রমাণ আমাদের কাছে নেই।”