ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: মহান বিজয় দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি কেফায়েত উল্লাহ সাজ্জাদ, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নিশা জিন্নাতসহ মানবাধিকার কর্মী রাসেল তালুকদার, শওকত আলম, গিয়াস উদ্দিন, আব্দু রহিম বাবু, মো. মকসুদ মিয়া, ইউশুপ আলী, রবিন খান, আরিয়ান এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি খোরশেদ আলম তাঁর বক্তব্যে বলেন, বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। মানবাধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।
আলোচনা সভায় সিনিয়র সহ-সভাপতি কেফায়েত উল্লাহ সাজ্জাদ বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের গৌরব ও অহংকার। বিজয় দিবস আমাদের দেশপ্রেম, মানবিকতা ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার নতুন করে স্মরণ করিয়ে দেয়।
সাধারণ সম্পাদক নুরুল হোসাইন তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে বীর শহীদদের অসীম আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের রক্তের ঋণ কোনোদিন শোধ হবার নয়। মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও মানবিক বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিনিধির নাম 






















