মু. অলি উল্লাহ ইয়াছিন,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর শহীদদের স্বরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সূর্য উদয়ের সাথে সাথে তোপধ্বনি দিয়ে বীর শহীদদের স্বরণে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।
এরপর চৌমুহনী পৌরসভার প্রশাসকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর প্রশাসক কায়েসুর রহমান। চৌমুহনী পৌরসভার সচিব জাকির হোসেন ও প্রকৌশলী মোজাম্মেল হোসেন সহ এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সকাল ৮টায় বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান ও বেগমগঞ্জ মডেল থানার ওসি মোঃ আঃ বারী শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক কুচকাওয়াজের উদ্বোধন করেন।
ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন। বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান। ইউএনও ও ওসির সহধর্মিনীগন ও এসময় উপস্থিত ছিলেন।
দুপুরে বেগমগঞ্জ স্কুল হল রুমে অনুষ্ঠিত হয় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামী, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিয়া গ্রুপের চেয়ারম্যান ও বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশন এর সভাপতি
রাজনৈতিক ব্যক্তিত্ব সাহাব উদ্দিন। দুপুরে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করে।
প্রতিনিধির নাম 






















