মু. অলি উল্লাহ ইয়াছিন,নোয়াখালী: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর শাখার উদ্যোগে বিজয় র্যালিতে বাধভাঙ্গা উল্লাসে উপচে পড়া ভিড় দেখা যায়, ন্যায় ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে র্যালীতে আনন্দ শ্লোগান দিয়ে এগিয়ে যায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে জামায়াত ইসলামি নোয়াখালী শাখার সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন এর নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী আধুনিক বাস টার্মিনাল থেকে শুরু হয়ে র্যালিটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি জামে মসজিদে গিয়ে শেষ হয়।
র্যালির পরিপ্রেক্ষিতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনগুলোতে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
এছাড়া বিজয় দিবসের র্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবু জায়েদ, সেক্রেটারি আবদুর রহিম, চৌমুহনী পৌরসভা জামায়াতের আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান, চৌমুহনী শহর শাখার সহ সেক্রেটারি মোঃ নুর উদ্দিন, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিনসহ উপজেলা ও চৌমুহনী পৌর জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধির নাম 






















