আলোকিত কাগজ ডেস্ক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জাতিসংঘ খাদ্য ও কৃষির (এফএও) মহাপরিচালক কু ডংইউয়ের সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) ইতালির রোমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের মতো গুরুত্বপূর্ণ আয়োজন এবং বেশ কয়েকটি সংলাপ ও সেশনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোয় মহাপরিচালককে ধন্যবাদ জানান।
এসময় তিনি বাংলাদেশের কৃষিখাতে এফএও’র অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কৃষি বিষয়ক গবেষণা, রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, ডিজিটাল কৃষি প্রভৃতি বিষয়ে অধিকতর সহযোগিতার জন্য মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় এফএও-এর মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন।
বৈঠকে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ দুই পক্ষের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।