হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশ (H.K.C) কক্সবাজার শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো বেল্ট, সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার বিকেলে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কারাতে টিচার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শিহান শাহ্জাদা আলম। তিনি বলেন, নতুন প্রজন্মকে সু disciplined ও মাদকমুক্ত প্রজন্ম হিসেবে গড়ে তুলতে কারাতে কার্যকর ভূমিকা রাখছে।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টা মাস্টার মফিজুর রহমান। তিনি বলেন, মার্শাল আর্ট শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও নৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিশেষ অতিথি ছিলেন শিহান এবি রনি, নির্বাহী সদস্য বাংলাদেশ কারাতে ফেডারেশন; সূজন কল্যাণ বড়ুয়া, সভাপতি হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি; জয়নাল আবেদীন, কাতা টেকনিক্যাল প্রধান কোচ (H.K.C) ও সাবেক কাতা বিচারক, ব্ল্যাক বেল্ট ৫ম দান (বিকেএফ)।স্বাগত বক্তব্য দেন ইমাম হোসেন, প্রধান প্রশিক্ষক ও প্রধান পরিচালক, হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশ (H.K.C), কক্সবাজার।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা সাংবাদিক সায়মুন আমিন, সমাজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান; ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক নুর হোসেন; সাংবাদিক মাসুদ, শালিক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নাসির উদ্দিন বাচ্চু।এ ছাড়া উপস্থিত ছিলেন মিজানুর রহমান, কার্যকরী সাধারণ সম্পাদক, H.K.C কলাতলী শাখা; জয়দেব পাল, সভাপতি কক্সবাজার জেলা সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন; আইমান, প্রশিক্ষক ইউনাইটেড কারাতে ক্লাব; জনি পড়ুয়া, প্রশিক্ষক লোপি কারাতে একাডেমি; রশিদ আহমেদ, সরকারি পরিচালক H.K.C; সহকারী পরিচালক বাবু দাশ, জয় সেন ও বাবুল; অতিথি কোচ রাসেল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশ (H.K.C) কলাতলী শাখার সভাপতি মোস্তাক আহমদ।শেষে পাঁচ জন ব্ল্যাক বেল্টসহ মোট ৩০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বেল্ট, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজন করে হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশ (H.K.C) কলাতলী শাখা, কক্সবাজার।
সংবাদ শিরোনাম ::
হাইকারি কারাতে ক্লাব কক্সবাজারে বেল্ট–সনদ–পুরস্কার বিতরণী
-
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার - আপডেট সময় : ০৪:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- ১৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















