ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার টেকনাফের শাপলাপুর বাজার থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড এবং সশ্রম কারাদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মো. সাইফুল ইসলাম (৩০)–কে গ্রেফতার করেছে র্যাব-১৫। শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে আটক করে।
র্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস ও মাদক নির্মূলে বাহিনীটি বিশেষ তৎপরতা চালিয়ে আসছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ মামলার দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের ধরতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামকে অবশেষে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডে। তার পিতা হাফেজ নুরুল ইসলাম ও মাতা ফরিদা ইয়াসমিন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রতিনিধির নাম 




















