সাজাদুর রহমান সাজু,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি)জনাব বুলবুল ইসলামকে বিদায় এবং নবাগত অফিসার ইনচার্জ জনাব মোজাম্মেল হক কে বরণ করা হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিকাল তিনটায় সংস্থার কার্যালয়ে এ সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় এবং বিদায়ী ওসিকে সম্মাননা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সরকারি মহাসচিব ও গাইবান্ধা জেলার শাখা সাধারণ সম্পাদক মোঃ সাজাদুর রহমান সাজু।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল,সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, জাতীয় সাংবাদিক সংস্থা সহ-সভাপতি শাহিন আলম, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কালা মানিক দের,আনসারুজ্জামান রেজওয়ান,সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা সাঘাটা;, জাফর ইকবাল রানা, দপ্তর সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখা;
খায়রুল বাশার, এনটিভি গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি;,শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা, শ্রী রতন ঘোষ সাংগঠনিক সম্পাদক রিপোর্টার্স ফোরাম, মিজানুর রহমান, শৈলেন্দ্র মোহন রায় জিবু,রেজওয়ান খান রিকন প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে বক্তারা থানার আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রতিনিধির নাম 




















