মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম: শীতের আমেজে,শীত থেকে বাঁচাতে ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন।দীর্ঘ এক মাস বাসাবাড়ি গিয়ে নগরীর আট থেকে বারোটি স্থান হতে পুরনো শীতবস্ত্র সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই এর মাধ্যমে তা নগরীর দুইটি গুরুত্বপূর্ণ স্থানে ফ্রী প্লাকার্ডের মাধ্যমে ভ্যানগাড়িতে করে প্রায় ৪০০ জনের মাঝে বিতরণ করা হয়।
এগুলো নিতে ছুটে আসে দিনমজুর, কুলি,পথশিশু, নিম্ন আয়ের মানুষ।এগুলো পেয়ে তাদের আনন্দ যেন আকাশছোঁয়া। আবার অনেকের শীতবস্ত্র পেয়ে খুশিতে চোখের পানি চলে আসলো।এইরকম ভিন্নতর কার্যক্রম দেখে উৎসুক জনতা ভূয়সী প্রশংসা করেন।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেইভ আওয়ার উইমেন চট্টগ্রাম ডিভিশনের আহ্বায়ক রাহাত হাসান ও সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।
রাহাত হাসান বলেন,এই মহতী উদ্যোগ চট্টগ্রাম ডিভিশনের স্বেচ্ছাসেবকবৃন্দের নির্ঘুম রাত,মাঠ পর্যায়ে সংগ্রহ ও অক্লান্ত পরিশ্রমের ফসল।স্বেচ্ছাসেবকদের এইরকম বন্ধন অব্যাহত থাকলে,আরো বড় পরিসরে শীতবস্ত্রগুলো নগরের অলিগলিতে পৌঁছিয়ে দিতে পারবো।উৎসুক জনতা অনুপ্রাণিত হয়ে অনেকে তাঁদের পাশে থাকার আশ্বস্ত করেছেন।
প্রতিনিধির নাম 




















