নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুই দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। সফরটি বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্রিটিশ সরকারের সহায়তা পুনর্মূল্যায়ন নীতির প্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছে প্রথমেই ব্যারোনেস চ্যাপম্যান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সেখানে তিনি মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ক্যাম্প ব্যবস্থাপনায় যুক্ত সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করবেন।
দিনের শেষে ঢাকায় ফিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। পরদিন শুক্রবার, সরকারি ছুটির দিন হলেও, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন।
কূটনৈতিক মহলের মতে, ব্যারোনেস চ্যাপম্যানের এ সফরে ব্রিটিশ সহায়তা-কাটছাঁট নীতি, বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বিদেশি সম্পৃক্ততা, এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে অবশিষ্ট রোহিঙ্গাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ স্থাপনের সম্ভাবনা—এসব ইস্যু প্রধান আলোচ্য হবে।
উল্লেখ্য, ব্যারোনেস জেনি চ্যাপম্যান বর্তমানে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (FCDO) আন্তর্জাতিক উন্নয়ন ও আফ্রিকা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টিসাইড ইউনিভার্সিটির প্রথম নারী আচার্য ছিলেন।
প্রতিনিধির নাম 






















