নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাব-১১ এর পৃথক অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আরিফ হোসেন (২৭) ও কুখ্যাত ডাকাত দলের প্রধান মামুন (২৫) কে আটক করেছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁও থানার বারদী বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মুন্সিগঞ্জের গজারিয়ার আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।
এরপর একই দিন রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁও থানার ঝাউচর এলাকায় আরেকটি অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় ডাকাত দলের সর্দার মামুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান জানান, আরিফ একজন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি আর মামুন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে এলাকায় ভয়-ভীতি ছড়িয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের নিরাপত্তা রক্ষায় র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।