নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক অটোরিকশা চালক প্রাণ হারিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে দশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস শরীয়তপুর জেলার সখিপুর থানার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল ওকিল।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জুলহাস উদ্দিন জানান, পিছন থেকে আসা দুটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে কুদ্দুস তার অটোরিকশা ডান দিকে চালান। এ সময় ঢাকাগামী একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ।
গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- ৬১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ