নিজস্ব প্রতিবেদক: আজ ১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মা-মাটি বাউল একাডেমী। ইসলামী বিশ্বে দিনটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করা হয়। শুক্রবার, (৫ সেপ্টেম্বর ২০২৫ ) সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকা-র একাডেমীর নিজস্ব মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। পুরো মিলনায়তন বেলুন, ফুল ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা রশিদুল ইসলাম এবং এরপর হামদ-নাত পরিবেশন করেন শিল্পীবৃন্দ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা হযরত আলী হোসাইন। তিনি বলেন, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছেন। তাঁর জীবন ও আদর্শই মুসলমানদের মুক্তির পথনির্দেশ।”
অনুষ্ঠানে আলোচকরা নবী করীম (সা.)-এর জীবনী, তাঁর দাওয়াতি কার্যক্রম, ইসলামের প্রসার এবং মানবতার কল্যাণে তাঁর আত্মত্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, মুসলিম সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণ অপরিহার্য।
দোয়া মাহফিলে দেশের বরেণ্য আলেম-ওলামা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন এবং এ সময় অংশগ্রহণকারীরা একসঙ্গে দুরুদ শরিফ পাঠ করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বাউল সংগঠন সম্মিলিত জোটের সভাপতি মোহাম্মদ ইউনুস ভান্ডারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আহমেদ বাঁধন, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁরা মিয়া, সাংগঠনিক সম্পাদক চান মিয়া চিশতি, সাংস্কৃতিক সম্পাদক সুমন দেওয়ান, কার্যনির্বাহী সদস্য সাত্তার শেখ, বাংলাদেশের প্রবীণ গায়ক সবুর উদ্দিন দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম, কিমুল ফকিরসহ অনেক গুণীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, বৈশ্বিক শান্তি এবং দোয়া মাহফিলে অংশগ্রহণকারীদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক মা-মাটি বাউল একাডেমীর সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, প্রতিবছর তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। তিনি বলেন, “আমরা চাই নবী করীম (সা.)-এর জীবনাদর্শের আলো সমাজে ছড়িয়ে যাক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতি এগিয়ে যাক। অনুষ্ঠানের পর উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মা-মাটি বাউল একাডেমীর দোয়া ও মিলাদ মাহফিল
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- ১৯৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ