নিজস্ব প্রতিবেদক: এক শ্রেণির লোকেরা নির্বাচন চাইছে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না, অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে।
মির্জা আব্বাস বলেন, মাজারে হামলাসহ চলমান ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়, নির্বাচনকে বানচাল করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। কিছু লোক চাচ্ছে না দেশে নির্বাচন হোক।
এসময় নুরুল হক নুরের উপর হামলা উদ্দেশ্যমূলক মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, এ হামলার বিষয়টি খতিয়ে দেখা না হলে, তাহলে বুঝা যাবে সরকারের কমান্ড ঠিকভাবে চলছে না।