গোলাম রব্বানী,গোপালগঞ্জ: জাতীয় টেলিভিশন এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি, প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সময় টেলিভিশনের সাংবাদিক জয়ন্ত শীরালী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, সাংবাদিক মিজানুর রহমান মানিক, প্রথম আলোর প্রতিনিধি নতুন শেখ, মাই টিভির আরিফুল হক আরিফ, নাগরিক টেলিভিশনের আশিক জামান অভি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজসহ গোপালগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তারা মরহুম মাহবুব হোসেন সারমাতের সাংবাদিকতা জীবনের নিষ্ঠা, সততা ও মানবিকতার প্রশংসা করে বলেন—গোপালগঞ্জে সাংবাদিক সমাজে তিনি ছিলেন এক অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যু গোপালগঞ্জ সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে গোপালগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাংবাদিক মাহবুব হোসেন সারমাত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন