মো, মনির মৃধা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ছয়টার দিকে র্যাব-১১ ও র্যাব-৯-এর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মান্নানঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সাহেব আলী সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, নারী ও শিশু নির্যাতন, অস্ত্র, নাশকতা এবং সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে মোট ২০টি মামলা রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সাহেব আলী সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, লুটপাট, মাদক বেচাকেনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিল। তার ভয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিল। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালালে একাধিকবার তার বাহিনী অতর্কিত হামলা চালায় বলেও জানায় র্যাব।
এর আগে গত ৬ অক্টোবর গাজীপুরের গাছা থানাধীন চান্দুরা এলাকায় বিশেষ অভিযানে সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী ৬ জনকে গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, গ্রেফতারকৃতরা সাহেব আলীর নেতৃত্বে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সাহেব আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- ৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ