আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের অভিযোগে এস এম প্যাকেজিং পলিথিন ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানটি পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিল। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ পলিথিন উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জনস্বাস্থ্যের ক্ষতি ও পরিবেশ দূষণ ঘটিয়ে আসছে বলে জানা গেছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে এস এম প্যাকেজিং ফ্যাক্টরির ম্যানেজার মো. রুবেল ইসলাম (৪৫), পিতা—হানিফ ইসলাম, মাতা—রোকেয়া বেগম, লালবাগ, ঢাকা—কে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫(২) ধারার আওতায় প্রতিষ্ঠানটিকে ৭০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ফ্যাক্টরি থেকে ৮২৫ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল মাহমুদের হেফাজতে রাখা হয়।
উল্লেখ্য, র্যাব-১১ গঠনের পর থেকে মাদক, অস্ত্র, হত্যা, অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধ দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। সম্প্রতি সংস্থাটি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ১৪১ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ১৪৪ জন হত্যা মামলার আসামি, ৬২ জন ধর্ষণ মামলার আসামি, ১৯ জন অস্ত্র মামলার আসামি ও ৩৩৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকও উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর এক কর্মকর্তা জানান, “অবৈধ পলিথিন উৎপাদন রোধে আমাদের অভিযান চলমান থাকবে। পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”