ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্র ও পূর্বে আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি মানব পাচার চক্র সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ একাধিক ব্যক্তিকে পাহাড়ি এলাকায় গোপন আস্তানায় আটকে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর ২০২৫ রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়া যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি অবস্থায় থাকা ৭ জনকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আরেকটি গোপন আস্তানা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের পাচারের পরিকল্পনা করছিল চক্রটি। পাচারের আগে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হতো।
উদ্ধারকৃত ব্যক্তি, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
প্রতিনিধির নাম 























