ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন মুন্ডার ডেইল ঘাট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিজিবি ০২ জন মানবপাচারকারীকে আটক করেছে এবং ০৭ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। এ অভিযান মানবপাচারের প্রাক্কালে চক্রটির অশুভ উদ্দেশ্য ব্যর্থ করেছে।
৯ ডিসেম্বর ( মঙ্গলবার)টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ছেলেমেয়েরা অন্তর্ভুক্ত। অভিযানের নেতৃত্ব দেন অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি। তিনি বলেন, “মানবপাচারকারী ও সংঘবদ্ধ অপরাধীদের জন্য টেকনাফ সীমান্তে আর কোনো নিরাপদ জায়গা নেই। আমাদের এই ধারাবাহিক অভিযান মানুষের জীবন রক্ষা এবং অপরাধীদের দমনের স্পষ্ট বার্তা বহন করে।”
অভিযানকালে প্রথমে মোঃ আলম (১৯) আটক করা হয়। পরবর্তীতে চক্রটির আরেক সদস্য ইসমাঈল (২৮) ধরা পড়ে। এদের ছদ্মবেশী আচরণ এবং স্থানীয় জেলেদের সহায়তায় বিজিবি অভিযানটি সম্পন্ন করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পাচারকারীরা ভুক্তভোগীদের লোভনীয় প্রলোভনে ফাঁদে ফেলেছিল। তাদেরকে বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান এবং দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল।
এছাড়া, চক্রটির পলাতক সদস্য ইউসুফ (২২) মালয়েশিয়াতে অবস্থান করছে বলে জানা গেছে। বিজিবি উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটককৃতদের প্রশাসনিক প্রক্রিয়ার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করবে।
টেকনাফ ব্যাটালিয়ন মানবপাচার বন্ধে নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে এবং সীমান্তের সব অংশে তৎপর রয়েছে। লেঃ কর্নেল আশিকুর রহমান আরও বলেন, “আমরা মানুষের জীবন রক্ষায় এবং মানবপাচার চক্র দমন করতে সর্বদা কঠোর অবস্থানে আছি।”
প্রতিনিধির নাম 























