ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দৈনিক আলোকিত কাগজ এর কক্সবাজার স্টাফ রিপোর্টার ফরহাদ রহমানের হাতে পরিচয়পত্র (কার্ড) তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক নুরুল হোসাইন আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্রটি প্রদান করেন। এসময় তারা বলেন, মানবাধিকার, সামাজিক ন্যায় ও গণসচেতনতা তৈরিতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার জন্য সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রতিনিধির নাম 























