মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর শহরতলীর পুলেরহাট থেকে শিশুবন্দি (বালক) মুনসুর শেখ পালিয়ে গেছে। সে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মৃত সোনামিয়া শেখের ছেলে। শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান জানিয়েছেন, মুনসুর শেখ চুরি মামলার আসামি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সে মাঠে খেলা করছিলো। এরই এক পর্যায়ে সে কৌশলে প্রহরীদের চোঁখ ফাঁকি দিয় পালিয়ে যায়। তবে কীভাবে পালালো তা তদন্ত করে দেখা হচ্ছে।এ বিষয়ে কোতয়ালি থানায় জিডি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রতিনিধির নাম 





















