ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজিবির বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী আটক ঐক্যের সেই সুর এখন কতদূর ? যশোরে ৪টি আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে নেই বঞ্চিতরা মদনপুরে ভুয়া পুলিশ পরিচয়ে ট্রাকচালকের কাছ থেকে টাকা দাবি: অভিযোগে যুবক আটক টেকনাফে র‌্যাবের অভিযানে এক লক্ষ ইয়াবা উদ্ধার, আটক ২ শিগগিরই ফিরবেন তারেক রহমান, সেদিন দেশ যেন কেঁপে ওঠে: মির্জা ফখরুল বিয়ে-তালাকের সব তথ্য ডিজিটালি নিবন্ধনের নির্দেশ তফসিল ঘোষণার পর সারা দেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ হত্যা মামলার হোতা করিম র‌্যাবের অভিযানে গ্রেফতার বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন ডিসি রায়হান কবির।

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া যশোরের শোয়াইব গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: জুলাই আন্দোলনে অংশ নেওয়া শোয়াইব হোসেনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার সন্ধ্যার পর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা।

পুলিশ সূত্র জানায়, ২০২০ সালের একটি মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু তিনি পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন।

শোয়াইব হোসেন যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ২০২০ সালে করা মামলাটিতে শুধু তিনিই নন, তার বাবা সিরাজুল ইসলাম এবং ভাই জুবায়ের হোসেনসহ সাতজনকে আসামি করা হয়। মামলাটি করেছিলেন কুতুবপুর হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য একই গ্রামের শামসুর রহমান।

অভিযোগে বলা হয়, মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে কল করে শামসুর রহমানকে বাইরে যেতে বলা হয়। রাত ১০টার দিকে তিনি সেখানে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করা হয়। তার পরিবার এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

উল্লেখ্য, শোয়াইব যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নানা কর্মসূচিতে তাকে দেখা গেলেও জেলা কমিটির কোনো পদে তিনি ছিলেন না। তবে তিনি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এনসিপি থেকে সরে দাঁড়ান।

এদিকে, তার গ্রেফতারের খবর শুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতৃবৃন্দ ডিবি কার্যালয়ের সামনে হাজির হন। রাত সাড়ে নয়টায় তাদেরকে ডিবি কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকতে দেখা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিজিবির বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী আটক

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া যশোরের শোয়াইব গ্রেফতার

আপডেট সময় : ০১:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

মনির হোসেন, যশোর প্রতিনিধি: জুলাই আন্দোলনে অংশ নেওয়া শোয়াইব হোসেনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার সন্ধ্যার পর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা।

পুলিশ সূত্র জানায়, ২০২০ সালের একটি মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু তিনি পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন।

শোয়াইব হোসেন যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ২০২০ সালে করা মামলাটিতে শুধু তিনিই নন, তার বাবা সিরাজুল ইসলাম এবং ভাই জুবায়ের হোসেনসহ সাতজনকে আসামি করা হয়। মামলাটি করেছিলেন কুতুবপুর হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য একই গ্রামের শামসুর রহমান।

অভিযোগে বলা হয়, মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে কল করে শামসুর রহমানকে বাইরে যেতে বলা হয়। রাত ১০টার দিকে তিনি সেখানে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করা হয়। তার পরিবার এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

উল্লেখ্য, শোয়াইব যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নানা কর্মসূচিতে তাকে দেখা গেলেও জেলা কমিটির কোনো পদে তিনি ছিলেন না। তবে তিনি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এনসিপি থেকে সরে দাঁড়ান।

এদিকে, তার গ্রেফতারের খবর শুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতৃবৃন্দ ডিবি কার্যালয়ের সামনে হাজির হন। রাত সাড়ে নয়টায় তাদেরকে ডিবি কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকতে দেখা যায়।