ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাদি ও এরশাদ উল্লার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, দেশি-বিদেশি অপশক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হাদি ও এরশাদ উল্লার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।এদিকে একই দিন বিকেল ৪টায় রামগড় বিএনপি পরিবারের উদ্যোগে সর্বসাধারণের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎সিদ্ধিরগঞ্জে চোলাই মদবিরোধী বিশেষ অভিযান: ১৯ লিটার মদসহ পাঁচজন গ্রেপ্তার

হাদি ও এরশাদ উল্লার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, দেশি-বিদেশি অপশক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হাদি ও এরশাদ উল্লার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।এদিকে একই দিন বিকেল ৪টায় রামগড় বিএনপি পরিবারের উদ্যোগে সর্বসাধারণের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।