ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

(কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী , বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী , সমর্থক এ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হামলার বিচার চাই”, গণতন্ত্রকামী কণ্ঠস্বর দমন চলবে না, “হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার কর-এমন বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিতি উঠে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একটি পরিকল্পিত মহল গণতন্ত্রকামী ও প্রতিবাদী কণ্ঠস্বর দমন করতে এ ধরনের বর্বর হামলা চালাচ্ছে। বক্তারা আরও বলেন, হামলাকারীরা যদি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আসে, তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎সিদ্ধিরগঞ্জে চোলাই মদবিরোধী বিশেষ অভিযান: ১৯ লিটার মদসহ পাঁচজন গ্রেপ্তার

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১২:৪৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

(কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী , বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী , সমর্থক এ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হামলার বিচার চাই”, গণতন্ত্রকামী কণ্ঠস্বর দমন চলবে না, “হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার কর-এমন বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিতি উঠে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একটি পরিকল্পিত মহল গণতন্ত্রকামী ও প্রতিবাদী কণ্ঠস্বর দমন করতে এ ধরনের বর্বর হামলা চালাচ্ছে। বক্তারা আরও বলেন, হামলাকারীরা যদি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আসে, তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।