বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির বার ভবনের নিজ তলায় এই দোয়া কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে আইনজীবীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।দোয়া মাহফিলে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দেশ মাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শুকাহত। তিনি আপোষহীন নেএী ছিলেন। শত কষ্টের মধ্যে ও দেশ ছেড়ে চলে যাননি। মৃত্যুর আগ পর্যন্ত দেশ ও জনগনের জন্য কাজ করেছেন। তার মৃত্যুতে দেশের জন্য অপূরনীয় ক্ষতি হলো। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।আইনজীবী সমিতির সভাপতি এড: সরকার হুমায়ুন কবীরের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড: আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড: আনোয়ার প্রধান, এড: বারী ভূইয়া, এড: মশিউর রহমান শাহীন, এড: খোরশেদ আলম মোল্লা, এড: আজিজুর রহমান মোল্লা, এড: শামীম, এড: আঞ্জুম আহমেদ রিফাত, এড: রাসেল, এড: সুমন, এড: আমিনুল প্রমূখ।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : 
























