নাটের প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আগামী ২৪ সেপ্টেম্বর বুধবার বিকালে ইসলামি বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুফতি ফয়জুল করিম দাঃ বাঃ এর শুভাগমন উপলক্ষে, ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলের সর্বস্তরের নেতাকর্মীগন।
উক্ত প্রচারণার অংশ হিসেবে দলের সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান গতকাল ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার সকাল ৭ টা থেকে একটা রাত ১০ টা পর্যন্ত উপজেলার উল্যেখযোগ্য কওমী মাদরাসাগুলোতে দাওয়াত দেন এবং নির্বাচনী প্রচারণা করেন। সেই সাথে দেশে দ্বীন কায়েমের এই মহান কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মাসুম বিল্লাহ, পৌর সভাপতি মাওলানা সুহাইল আহমাদসহ নেতৃবৃন্দ।