আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শফিক মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-১।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে কাঁচপুর পুরাতন বাজার এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে হত্যা করেন শফিক মিয়া। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১(ক) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-২৪, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১১।
দীর্ঘ শুনানি শেষে আদালত ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২ ধারায় শফিক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব-১১ জানায়, গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দীর্ঘ নজরদারির পর অবশেষে শফিক মিয়ার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- ৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ