মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: গত ৫ নভেম্বর রাতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় মাসুম সরদার (২৮) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতোয়ালি পুলিশ। যশোরের ভায়না দোরাস্তা মোড়ের হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতির অভিযোগে।মাসুম সরদার খুলনার সোনাডাঙ্গা থানার আল আমিন মহল্লার বাচ্চু সরদারের ছেলে।
আটক মাসুম সরদরের কাছ থেকে ডাকাতি হয় ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে পুলিশ ওই আসামিকে ঘটনাস্থল ভায়না দোরাস্তার মোড়ের ওই বাড়িতে নিয়ে যায়৷ বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে মাসুম সরদার। মামলা সূত্রে জানা যায়, বাড়ির মালিক হাবিবুর রহমান গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ঘরের পিছনে তালা ভেঙ্গে রাত ২টার দিকে তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে থাকা পাশের রুমে অজ্ঞাতনামা ডাকাতরা ঢেকে। এসময় ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। ওয়্যারড্রবে থাকা আলমারীর চাবি নিয়ে সেখানে থাকা ১৮ লাখ টাকার সোনার অলংকার, নগদ দুই লাখ টাকা, একটি মোবাইল ফোন ও ৭০ হাজার টাকার অন্যান্য জিনিসপত্র লুটপাট করে নেয়। পরে এ ঘটনায় মামলা করা হয়। কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ডাকাতির ঘটনায় মামলা হওয়ার পর তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি সনাক্তের চেষ্টা করেন। ওই এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে মাসুম সরদারকে শনাক্ত করা হয়। তার অবস্থান জানতে পেরে ঢাকার কদমতলী এলাকার থেকে আটক করা হয়। তিনি আরো জানিয়েছেন, ডাকাতি ঘটনায় সাতআট জন জড়িত। এদের বেশিরভাগই বাড়ি ঢাকা, খুলনা,চট্টগ্রাম এলাকায়। আটক মাসুম সরদারের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মুন্সিগঞ্জের সিরাজদি থানায় একজন আটক আছে। তাকে শোন অ্যারেস্ট করে যশোরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
সংবাদ শিরোনাম ::
বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আটক-১
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১২:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- ৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























