ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিশু সাজিদের মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করব: স্থানীয় সরকার উপদেষ্টা খুব অভিজ্ঞ না হলে এভাবে গুলি করা সম্ভব নয়: চিকিৎসক আব্দুল আহাদ আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই সনদের ভিত্তিতে: মুক্তিযুদ্ধ উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ‎সিদ্ধিরগঞ্জে চোলাই মদবিরোধী বিশেষ অভিযান: ১৯ লিটার মদসহ পাঁচজন গ্রেপ্তার বেনাপোল দিয়ে স্বদেশে ফিরেছে রুমা ও শিশুপুত্র মিকাইল যশোরে চলছে মোড়ে মোড়ে তল্লাশি, মধ্যরাতে মাঠে পুলিশ সুপার নিজেই বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আটক-১

যশোরে চলছে মোড়ে মোড়ে তল্লাশি, মধ্যরাতে মাঠে পুলিশ সুপার নিজেই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: সার্বিক যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ‍চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। শুধুই চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডই না রাত ১০টার পর থেকে পুরো শহর জুড়ে চলছে কঠোর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম।পরিস্থিতি তদারকিতে মধ্যরাতে নিজেই মাঠে নেমে আসেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তার উপস্থিতিতেই চলতে থাকে ব্যাপক তল্লাশি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রও শনিবার রাত ১০টার পর থেকে যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ অ্যাকশন শুরু হয়। রাত ১১টার পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে শহরের রাস্তায় সরাসরি উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দিতে দেখা যায়। তার নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশসহ একাধিক ইউনিট একযোগে তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।
এছাড়া, জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি চালানো হয়। এরবাইরেও শহরের সিভিল কোর্ট মোড়, নিউমার্কেট, মনিহার, নিউমার্কেট, গরীবশাহ মোড়ে বসানো হয় একাধিক তল্লাশি চৌকি। এসব চৌকিতে যানবাহন থামিয়ে তল্লাশি, মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়।
রাত সাড়ে ১১ টায় গরীবশাহ রোডে দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার নিজেই তল্লাশি কার্যক্রম তদারকি ও পরিচালনা করছেন। এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ মাঠে রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির রামগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে চলছে মোড়ে মোড়ে তল্লাশি, মধ্যরাতে মাঠে পুলিশ সুপার নিজেই

আপডেট সময় : ০১:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: সার্বিক যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ‍চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। শুধুই চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডই না রাত ১০টার পর থেকে পুরো শহর জুড়ে চলছে কঠোর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম।পরিস্থিতি তদারকিতে মধ্যরাতে নিজেই মাঠে নেমে আসেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তার উপস্থিতিতেই চলতে থাকে ব্যাপক তল্লাশি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রও শনিবার রাত ১০টার পর থেকে যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ অ্যাকশন শুরু হয়। রাত ১১টার পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে শহরের রাস্তায় সরাসরি উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দিতে দেখা যায়। তার নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশসহ একাধিক ইউনিট একযোগে তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।
এছাড়া, জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি চালানো হয়। এরবাইরেও শহরের সিভিল কোর্ট মোড়, নিউমার্কেট, মনিহার, নিউমার্কেট, গরীবশাহ মোড়ে বসানো হয় একাধিক তল্লাশি চৌকি। এসব চৌকিতে যানবাহন থামিয়ে তল্লাশি, মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়।
রাত সাড়ে ১১ টায় গরীবশাহ রোডে দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার নিজেই তল্লাশি কার্যক্রম তদারকি ও পরিচালনা করছেন। এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ মাঠে রয়েছে।