নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার একটি বিশেষ চৌকস টিমের অভিযানে সর্বমোট ৩১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইলগুলো শনাক্ত করা হয়।
বুধবার (২ জুলাই ২০২৫) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইসিটি শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “আমরা চাই সাধারণ মানুষের হারানো জিনিস যাতে তারা আবার ফিরে পায়। প্রযুক্তির সাহায্যে আমাদের আইসিটি টিম এ বিষয়ে নিরলসভাবে কাজ করছে।”
মোবাইল ফিরে পেয়ে অনেক ভুক্তভোগী আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “আমরা কখনো ভাবিনি মোবাইল ফিরে পাবো। এটি জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টার ফল।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কেউ মোবাইল হারালে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে আইসিটি টিম তা উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার অভিযানে ৩১টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
-
শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- ৫২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ