ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ বিজিবির নৌ-অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই সুপার ওভারে গড়াল টাইগারদের ম্যাচ অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদলে’ কাজ করার আহ্বান বিএনপির শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে সিদ্ধিরগঞ্জবাসীর আস্থার প্রতীক ট্রাস্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক

রাজপথের নির্ভীক সৈনিক মোঃ ইকবাল হোসেন: আদর্শের বাতিঘর, ত্যাগের প্রতীক

নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে এক অবিচল, আদর্শ নিষ্ঠ ও নির্ভীক ব্যক্তিত্বের নাম মোঃ ইকবাল হোসেন। মিজমিজি দক্ষিণপাড়ার সরল মাটি থেকে উঠে আসা এই সংগ্রামী নেতা শুধুমাত্র একজন দক্ষ আমিন বা দলিল লেখক নন, বরং বিএনপির আদর্শ, ত্যাগ ও সাহসিকতার এক জীবন্ত প্রতিমূর্তি।
‎যখন রাজনীতি ধীরে ধীরে নীতি হীনতা, স্বার্থপরতা ও লোভের চোরাবালিতে নিমজ্জিত হচ্ছিল, তখনও তিনি দৃঢ় চিত্তে ধরে রেখেছেন সত্য ও ন্যায়ের পতাকা। রাজপথ থেকে শুরু করে আদালত, কারাগার থেকে জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে আছে তাঁর সাহসিকতার স্পষ্ট ছাপ। মিথ্যা মামলা, নির্যাতন, জমি হারানো এমনকি মায়ের কোল থেকে বঞ্চিত হওয়ার মতো হৃদয়বিদারক অধ্যায়ও তাঁকে টলাতে পারেনি। কারণ, তাঁর বুকের গভীরে ছিল একটি শপথ—জাতির জন্য, দলের জন্য, দেশের জন্য।
‎বিএনপির পতাকা তিনি কেবল গায়ে জড়াননি, তা আত্মার সঙ্গে মিলিয়ে নিয়েছেন। লোভ ও ভয় তাঁকে পরাজিত করতে পারেনি, বরং তাঁর নিঃশব্দ সংগ্রাম নতুন প্রজন্মকে বারবার মনে করিয়ে দেয়—আদর্শের প্রতি অবিচল থাকাটাই সত্যিকার নেতৃত্বের পরিচয়। আজও তিনি নীরব সৈনিকের মতো পথ হাঁটছেন, রক্তে আগুন জ্বালিয়ে। তাঁর চোখে আজও জ্বলছে সেই আশার আলো, যা কেবল তাঁকে নয়, চুপ করে থাকা শত শত নেতাকর্মীকেও সাহস জোগায়, জাগিয়ে তোলে।
‎দীর্ঘদিনের সহযোদ্ধা ইকবাল হোসেন বিএনপির দুঃসময়ের রাজপথের পরীক্ষিত জিয়ার সৈনিক। তিনি ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দলের প্রতি তার আনুগত্য, সংগ্রাম এবং নেতৃত্বদানের শক্তি প্রতিটি পর্যায়ে ছাপ রেখে গেছে।
‎মোঃ ইকবাল হোসেন কেবল একজন রাজনীতিবিদ নন—তিনি এক চলমান ইতিহাস, এক জীবন্ত পাঠশালা। তাঁর জীবন আমাদের শেখায়—ত্যাগই শেষ কথা নয়, আদর্শ ধরে রাখার সাহসটাই নেতৃত্বের আসল চাবিকাঠি।
‎একদিন এই নিঃশব্দ বীরত্ব ইতিহাসের পাতায় লেখা হবে স্বর্ণাক্ষরে। তখন আমরা গর্ব করে বলব—এই মানুষটির মতো বলিষ্ঠ হৃদয়বানদের কারণেই দল বেঁচে থাকে, আদর্শ জাগরুক থাকে, আর জাতি খুঁজে পায় মুক্তির দিশা।
‎মোঃ ইকবাল হোসেন—একটি নাম নয়, এক দীপ্ত ইতিহাস, যাঁর গল্প বলে সাহস, জাগায় প্রেরণা।
‎শুভ কামনা রইলো ভাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ

রাজপথের নির্ভীক সৈনিক মোঃ ইকবাল হোসেন: আদর্শের বাতিঘর, ত্যাগের প্রতীক

আপডেট সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে এক অবিচল, আদর্শ নিষ্ঠ ও নির্ভীক ব্যক্তিত্বের নাম মোঃ ইকবাল হোসেন। মিজমিজি দক্ষিণপাড়ার সরল মাটি থেকে উঠে আসা এই সংগ্রামী নেতা শুধুমাত্র একজন দক্ষ আমিন বা দলিল লেখক নন, বরং বিএনপির আদর্শ, ত্যাগ ও সাহসিকতার এক জীবন্ত প্রতিমূর্তি।
‎যখন রাজনীতি ধীরে ধীরে নীতি হীনতা, স্বার্থপরতা ও লোভের চোরাবালিতে নিমজ্জিত হচ্ছিল, তখনও তিনি দৃঢ় চিত্তে ধরে রেখেছেন সত্য ও ন্যায়ের পতাকা। রাজপথ থেকে শুরু করে আদালত, কারাগার থেকে জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে আছে তাঁর সাহসিকতার স্পষ্ট ছাপ। মিথ্যা মামলা, নির্যাতন, জমি হারানো এমনকি মায়ের কোল থেকে বঞ্চিত হওয়ার মতো হৃদয়বিদারক অধ্যায়ও তাঁকে টলাতে পারেনি। কারণ, তাঁর বুকের গভীরে ছিল একটি শপথ—জাতির জন্য, দলের জন্য, দেশের জন্য।
‎বিএনপির পতাকা তিনি কেবল গায়ে জড়াননি, তা আত্মার সঙ্গে মিলিয়ে নিয়েছেন। লোভ ও ভয় তাঁকে পরাজিত করতে পারেনি, বরং তাঁর নিঃশব্দ সংগ্রাম নতুন প্রজন্মকে বারবার মনে করিয়ে দেয়—আদর্শের প্রতি অবিচল থাকাটাই সত্যিকার নেতৃত্বের পরিচয়। আজও তিনি নীরব সৈনিকের মতো পথ হাঁটছেন, রক্তে আগুন জ্বালিয়ে। তাঁর চোখে আজও জ্বলছে সেই আশার আলো, যা কেবল তাঁকে নয়, চুপ করে থাকা শত শত নেতাকর্মীকেও সাহস জোগায়, জাগিয়ে তোলে।
‎দীর্ঘদিনের সহযোদ্ধা ইকবাল হোসেন বিএনপির দুঃসময়ের রাজপথের পরীক্ষিত জিয়ার সৈনিক। তিনি ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দলের প্রতি তার আনুগত্য, সংগ্রাম এবং নেতৃত্বদানের শক্তি প্রতিটি পর্যায়ে ছাপ রেখে গেছে।
‎মোঃ ইকবাল হোসেন কেবল একজন রাজনীতিবিদ নন—তিনি এক চলমান ইতিহাস, এক জীবন্ত পাঠশালা। তাঁর জীবন আমাদের শেখায়—ত্যাগই শেষ কথা নয়, আদর্শ ধরে রাখার সাহসটাই নেতৃত্বের আসল চাবিকাঠি।
‎একদিন এই নিঃশব্দ বীরত্ব ইতিহাসের পাতায় লেখা হবে স্বর্ণাক্ষরে। তখন আমরা গর্ব করে বলব—এই মানুষটির মতো বলিষ্ঠ হৃদয়বানদের কারণেই দল বেঁচে থাকে, আদর্শ জাগরুক থাকে, আর জাতি খুঁজে পায় মুক্তির দিশা।
‎মোঃ ইকবাল হোসেন—একটি নাম নয়, এক দীপ্ত ইতিহাস, যাঁর গল্প বলে সাহস, জাগায় প্রেরণা।
‎শুভ কামনা রইলো ভাই।