ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় অব্যাহত রয়েছে। বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারায় তারা। বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন।
বুধবার (২৭ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন সৌরভী আখন্দ প্রীতি।
ম্যাচের ৩৮ মিনিটে বাংলাদেশকে প্রথম এগিয়ে নেন থুইনুই মারমা, ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। প্রথমার্ধের যোগ করা সময়ে নেপালের পক্ষে ব্যবধান কমান অধিনায়ক ভূমিকা (২-১)।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুই গোল পায়। দুটিই করেন প্রীতি। একটি ৭১ মিনিটে, অন্যটি ৮৬ মিনিটে।
চার দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের মিশন শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় তারা।
এরপর গত রবিবার নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ে ফিরে মেয়েরা। মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা ম্যাচটা জিতে ৩-০ গোলে। আজ আবার সেই একই প্রতিপক্ষ হারিয়ে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে প্রতিযোগিতায় তৃতীয় জয় পেল প্রীতি-অর্পিতারা।
৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। আজ সন্ধ্যায় যারা ভুটানের মুখোমুখি হবে। নেপাল ৪ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে। সবার তলানিতে থাকা ভুটান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। শুক্রবার নিজেদের পরের ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। রবিবার শেষ ম্যাচটি খেলবে ভারতের বিপক্ষে।