ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ বিজিবির নৌ-অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই সুপার ওভারে গড়াল টাইগারদের ম্যাচ অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদলে’ কাজ করার আহ্বান বিএনপির শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে সিদ্ধিরগঞ্জবাসীর আস্থার প্রতীক ট্রাস্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক

নামিবিয়ায় পুলিশ ভ্যান-কারাগার বাসের সংঘর্ষে নিহত ১৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: নামিবিয়ার দক্ষিণাঞ্চলে মারিয়েন্টাল শহরের কাছে একটি পুলিশ ভ্যান এবং কারাগার বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো দেশে শোকের ছায়া ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ১৬ জন নিহতের বিষয়টি জানিয়েছেন। যদিও প্রাথমিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুর সংখ্যা ১৪ জানিয়েছিল, কিন্তু রবিবার আপডেটে বলা হয়েছে যে হাসপাতালে নেওয়ার পর এক পুলিশ ও এক কারাগার কর্মকর্তা মারা যান।

গৃহায়ণ, অভিবাসন, নিরাপত্তা ও সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকালে রাজধানী উইন্ডহুক থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণে মারিয়েন্টাল শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া গাড়িগুলোর বিধ্বস্ত ধ্বংসাবশেষ মহাসড়কে ছড়িয়ে আছে, চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মরদেহ।

স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়া ইপুম্বু জানিয়েছেন, ওই দুই যানবাহনে মোট ১৯ জন ছিলেন। পুলিশ ভ্যানে ছিলেন ৬ জন—পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং একজন সাধারণ যাত্রী, আর সংশোধনী সেবা বাসে ছিলেন ১৩ জন কর্মকর্তা।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনার স্থানের মর্মান্তিক ছবি ও ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকতে জনগণকে অনুরোধ করেছেন।

প্রেসিডেন্ট নেটুম্বো নান্দি-নদাইটওয়া শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ক্ষতির গভীরতাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘নিহত কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা আমাদের নামিবিয়ান পরিবারের অংশ ছিলেন, তাদের মৃত্যু এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।’

সূত্র: বিবিসি

 

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ

নামিবিয়ায় পুলিশ ভ্যান-কারাগার বাসের সংঘর্ষে নিহত ১৬

আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: নামিবিয়ার দক্ষিণাঞ্চলে মারিয়েন্টাল শহরের কাছে একটি পুলিশ ভ্যান এবং কারাগার বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো দেশে শোকের ছায়া ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ১৬ জন নিহতের বিষয়টি জানিয়েছেন। যদিও প্রাথমিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুর সংখ্যা ১৪ জানিয়েছিল, কিন্তু রবিবার আপডেটে বলা হয়েছে যে হাসপাতালে নেওয়ার পর এক পুলিশ ও এক কারাগার কর্মকর্তা মারা যান।

গৃহায়ণ, অভিবাসন, নিরাপত্তা ও সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকালে রাজধানী উইন্ডহুক থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণে মারিয়েন্টাল শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া গাড়িগুলোর বিধ্বস্ত ধ্বংসাবশেষ মহাসড়কে ছড়িয়ে আছে, চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মরদেহ।

স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়া ইপুম্বু জানিয়েছেন, ওই দুই যানবাহনে মোট ১৯ জন ছিলেন। পুলিশ ভ্যানে ছিলেন ৬ জন—পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং একজন সাধারণ যাত্রী, আর সংশোধনী সেবা বাসে ছিলেন ১৩ জন কর্মকর্তা।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনার স্থানের মর্মান্তিক ছবি ও ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকতে জনগণকে অনুরোধ করেছেন।

প্রেসিডেন্ট নেটুম্বো নান্দি-নদাইটওয়া শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ক্ষতির গভীরতাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘নিহত কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা আমাদের নামিবিয়ান পরিবারের অংশ ছিলেন, তাদের মৃত্যু এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।’

সূত্র: বিবিসি