টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার পাচারকালে সিমেন্ট, ঔষধ, জর্দ্দা ও লোহার পেরেকসহ একটি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাতে কক্সবাজার স্টেশন কোস্ট গার্ড সদর থানাধীন নাজিরারটেক সমুদ্র এলাকায় অভিযান চালায়।
অভিযানে পাচারকাজে ব্যবহৃত সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১ হাজার ১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ঔষধ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত মালামাল ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
প্রতিনিধির নাম 



















