টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপকূলে বিশেষ অভিযানে পাচারকালে খাদ্য সামগ্রী ও নৌযানসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাত লাখ টাকা মূল্যের ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুন এবং পাচারে ব্যবহৃত বোট জব্দ করা হয়। একই সঙ্গে ১০ পাচারকারীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
প্রতিনিধির নাম 



















